শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) কর্তৃকInput Output Co-efficient বা সহগ ইস্যু সংক্রান্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব ভবন

সেগুনবাগিচা, ঢাকা।

[কাস্টমস: রপ্তানি বন্ড শাখা]

 

নথি নং-০৮.০১.০০০০.৫৬.০১.০০১.১৭ (অংশ-)/৫০()                           তারিখ: ০৩/০৩/২০২১ খ্রি:

 

বিষয়ঃ শুল্ক রেয়াত প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) কর্তৃক Input Output Co-efficient বা সহগ ইস্যু সংক্রান্ত।

 

সূত্র:    ১।  কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা এর পত্র নং-(১৩)৩৪ কাস-বিবিধ/২০০৩/অংশ-     ০৩/২০০৭/১১৪৫৯(), তারিখ: ১৩.১০.২০২০ খ্রি:

২।           জাতীয় রাজস্ব বোর্ডের পত্র নং-০৮.০১.০০০০.৫৬.০১.০০১.১৭ (অংশ-)/২৫৪(), তারিখ: ১১.১১.২০২০ খ্রি:

৩।          কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা এর পত্র নং-(১৩)৩৪/কাস-বিবিধ/২০০৩/অংশ-০৩/২০০৭/২৫০৫, তারিখ: ২৩.০২.২০২১ খ্রি:

উপযুক্ত বিষয় সূত্রসমূহের প্রতি আপনার সময় দৃষ্টি আকর্ষণ করা হলো।

 

০২।         সূত্রোক্ত পত্রসমূহ জাতীয় রাজস্ব বোর্ডে পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনান্তে, সরাসরি প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে শুল্ক রেয়াত প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) কর্তৃক অনুমোদিত সহগ ব্যতীত ইউপি ইস্যু সংক্রান্ত বিদ্যমান পরিস্থিতি সীমাবদ্ধতা আমলে নিয়ে, রপ্তানির বৃহত্তর স্বার্থে বিষয়টি সাময়িকভাবে সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠানের অনুকূলে ইউপি ইস্যুর ক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠান কর্তৃক নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা (এই মর্মে যে, পরবর্তীতে প্রাপ্ত সহগের কনজাম্পশন অনুপাতে তারতম্যের কারণে কোন দায় দেনার উদ্ভব হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা পরিশোধে বাধ্য থাকবেন এবং আইনানুগ সিদ্ধান্ত মেনে নেবেন) দাখিল সাপেক্ষে আগামী ০৩ (তিন) মাস সময়ের জন্য ইউপি ইস্যুর মেয়াদ বৃদ্ধি করা হলো। ভবিষ্যতে জাতীয় পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সেই লক্ষ্যে বন্ডারগণকে সচেতন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

 

                                                                                             (মোঃ মশিয়ার রহমার মন্ডল)

                                                                                             দ্বিতীয় সচিব (কাস্টমস: রপ্তানি বন্ড)

                                                                                             ফোন: ০২৪৮৩১৮১২২, এক্স: ৩৪৩

                                                                                             -মেইল: ssbondnbr@gmail.com

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!