স্কুল ব্যাংকিং হিসাবে উৎসে আয়কর কর্তন প্রসঙ্গে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

[কর নীতি উইং]

সেগুনবাগিচা, ঢাকা

www.nbr.gov.bd

 

 

পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩০.০৭.০১৩.২০/০৩                তারিখঃ ২২ পৌষ, ২৪২৭ বঙ্গাব্দ/০৬ জানুয়ারি, ২০২১ খ্রিঃ

 

বিষয়ঃ স্কুল ব্যাংকিং হিসাবে উৎসে আয়কর কর্তন প্রসঙ্গে।

 

সূত্রঃ বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় এর সূত্র নং-বিআরপিডি(পি-)/৭৬০/৩২/২০২০-১০২৬১, তারিখঃ ১৯/১১/২০২০ খ্রিঃ

 

আদিষ্ট হয়ে উপযুক্ত বিষয় সূত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হল।

 

০২। সূত্রোক্ত পত্রের মাধ্যমে স্কুল ব্যাংকিং হিসাবে উৎসে আয়কর কর্তন বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি পরীক্ষান্তে জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং এর মতামত নিম্নরূপঃ

 

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী স্কুল ব্যাংকিং হিসাবের উপর উৎসে আয়কর কর্তন হার হ্রাস করার সুযোগ নেই। তবে স্কুল ব্যাংকিং উৎসাহিত করার লক্ষ্যে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা।

 

 

 

 

                                      মোঃ মহিদুল ইসলাম চৌধুরী

                                      দ্বিতীয় সচিব (কর আইন-)

                                      জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!