Calculation process of AIT on Contractor or sub-contractor of manufacturing, process or conversion, civil work, construction, engineering or works of similar nature under section 56 of Income tax ordinance, 1984.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

[কর নীতি উইং]

সেগুনবাগিচা, ঢাকা

www.nbr.gov.bd

 

 

পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩০.০৭.০১১.২০/১৫                             তারিখঃ ১৯ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ/০৩ জানুয়ারি, ২০২১ খ্রিঃ

 

বিষয়ঃ Calculation process of AIT on Contractor or sub-contractor of manufacturing, process or conversion, civil work, construction, engineering or works of similar nature under section 56 of Income tax ordinance, 1984.

 

সূত্রঃ China Petroleum Pipeline Engineering Company Limited, Reference No.2020.11.29.01, Date: 29 November, 2020.

 

আদিষ্ট হয়ে উপযুক্ত বিষয় সূত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হল।

 

০২। সূত্রোক্ত পত্রের মাধ্যমে Calculation process of AIT on Contractor or sub-contractor of manufacturing, process or conversion, civil work, construction, engineering or works of similar nature under section 56 of Income tax ordinance, 1984 বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট মতামত চাওয়া হয়েছে। বিষয়টি পরীক্সান্তে জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং এর মতামত নিম্নরূপঃ

 

ভ্যাটসহ মূল্য থেকে ভ্যাট বাদ দিয়ে উৎসে আয়কর কর্তনের জন্য ভিত্তিমূল্য (Base Value) নিরুপণ করতে হবে এবং উক্তরূপ নিরুপিত ভিত্তিমূল্য (Base Value) এর উপর প্রযোজ্য হারে উৎসে আয়কর কর্তন করতে হবে।

যাহা গাণিতিক রূপে নিম্নরূপঃ

 

SL

Particular

Total Cost

A

Total Contract price With Vat

107.50

B

Vat

7.50

C

Contract price (Base Value)

100.00

 

উৎসে আয়কর হবে =100.00 X 7.5% = 7.50 UvKv

Net payable to the Contractor      = (Contract Price-AIT)

                                                      = (100.00-7.50)

                                                      = 92.50

অর্থ গ্রহণকারী (Payee) কে অনিবাসী (Non-Resident) বিবেচনায় উৎসে কর কর্তন হার ৭.৫% আরোপ করা হয়েছে।


 

                                         মোঃ মহিদুল ইসলাম চৌধুরী

                                         দ্বিতীয় সচিব (কর আইন-)

                                                    জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!