“TRIGGER SPARY GUN” নামক পণ্যের শ্রেণীবিন্যাস বিষয়ক অগ্রিম রুলিং।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

সেগুনবাগিচা, ঢাকা।

 

নথি নং ০৮.০১.০০০০.০৫৪.১১.০০৪.২০১৯/১৪                                     তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২১ খ্রিঃ।

 

কাস্টমস রুলিং (অগ্রিম) নং ০২/২০২১

 

বিষয়ঃ “TRIGGER SPARY GUN” নামক পণ্যের শ্রেণীবিন্যাস বিষয়ক অগ্রিম রুলিং।

 

সূত্রঃ     Standard Finis Oil Co. কর্তৃক ১৩/১২/২০২০ খ্রিঃ তারিখে দাখিলকৃত আবেদন।

 

Standard Finis Oil Co. নামক প্রতিষ্ঠান “TRIGGER SPARY GUN” নামক পণ্যের শ্রেণীবিন্যাস বিষয়ে অগ্রিম রুলিং চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের অগ্রিম রুলিং ইউনিট বরাবর নির্ধারিত ফরম- আবেদন করেছেন।

() আবেদনকারীর পরিচিতিঃ

আবেদনকারীর নাম

Standard Finis Oil Co.

আবেদনকারীর ঠিকানা

সত্ত্বাধিকারী, Standard Finis Oil Co., শিরিরচালা, বাঘের বাজার ভবানীপুর, গাজীপুর।

টেলিফোন নম্বর

01798081090

() রুলিং সংশ্লিষ্ট পণ্যের বিবরণঃ

পণ্যের জেনেরিক, বাণিজ্যিক এবং প্রচলিত নাম

TRIGGER SPARY GUN

যে ভৌত অবস্থায় (Form)প্রকৃতিতে আমদানি করা হবে

-

উৎস দেশ (কান্ট্রি অব অরিজিন)

চায়না

আমদানিকারক কর্তৃক প্রস্তাবিত শ্রেণীবিন্যাস

8424.20.10

২।  আবেদনকারীর ঘোষণা অনুযায়ী আমদানিয় পণ্যের বিবরণঃ

TRIGGER SPARY GUNপণ্যটি ক্ষতিকর পোকামাকড় দমনে, MOSKIL LIQUID SPARY AND COVID-19 FOR HAND SANTTIZER শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যে ব্যবহার করা হবে।

৩।অগ্রিম রুলিং

Standard Finis Oil Co. কর্তৃক আমদানিয় ÔTRIGGER SPARY GUNÕ নামক পণ্যটি Bangladesh Customs Tariff (BCT), General Interpretative Rules (GIR) এবং Explanatory Notes এর ব্যাখ্যানুযায়ী H.S. Code 8424.20.90 শ্রেণীবিন্যাসযোগ্য। কাস্টমস রুলিং (অগ্রিম) বিধিমালা, ২০১৬ এর বিধি মোতাবেক এই অগ্রিম রুলিং জারি করা হলো।

৪।  অগ্রিম রুলিং এর কার্যকারিতাঃ

এই অগ্রিম রুলিং জারি হওয়ার তারিখ হতে ১৮ (আঠার) মাস পর্যন্ত কার্যকর থাকবে।

৫।  আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ তথ্যঃ

()এই অগ্রিম রুলিং এর কার্যকারিতা থাকাকালীন তৎকর্তৃক আমদানির পণ্যের জন্য বাংলাদেশের সকল কাস্টমস স্টেশনে ব্যবহার করতে পারবে।

()এই অগ্রিম রুলিং সংক্ষুব্ধ হলে রুলিং প্রাপ্তির তারিখ হতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে তা রিভিউ এর জন্য অগ্রিম রুলিং ইউনিট বরাবরে লিখিতভাবে আবেদন করতে পারবে। রিভিউ আবেদনে উক্তরূপ আবেদনের যৌক্তিকতা সবিস্তারে উল্লেখ করতে হবে।

 

                                                                               স্বাক্ষরিত

                                                                                                   (১৯/০১/২০২১ খ্রিঃ)

                                                                                                  (সৈয়দ গোলাম কিবরীয়া)

                                                                    সদস্য (কাস্টমসঃ নীতি আইসিটি)

                                                                    সভাপতি, অগ্রিম রুলিং ইউনিট

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!