বরিশাল সিটি করপোরেশন এলাকায় কোরবানির জন্য ১৭৪টি স্পট নির্ধারণ

 

 

আসন্ন ঈদুল আজহায় কোরবানি দেয়ার জন্য বরিশাল সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে ১৭৪টি স্পট নির্ধারণ করা হয়েছে। যত্র তত্র সড়কের ওপর পশু জবাই না করার পাশাপাশি পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত রাখতে এ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। পশু জহের’র পর তাৎক্ষণিক নির্ধারিত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করবে বিসিসি’র পরিচ্ছন্ন কর্মীরা।
বিসিসি সূত্র জানায়, পরিবেশ দূষণরোধে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে গত ২বছর ধরে পশু জবেহর জন্য সিটি কর্পোরেশন এর উদ্যোগে নির্দিষ্ট ওয়ার্ডে স্থান নির্ধারণ করা হচ্ছে। তবে পশু কোরবানির হার বেড়ে যাওয়ায় বিগত সময়ের চেয়ে এবার নির্দিষ্ট স্থান বাড়ানো হয়েছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৩০টি কমিটি গঠন করা হয়েছে। এসব তথ্য জনগনকে জানানোর জন্য হ্যান্ডবিল, মাইকিং করার প্রস্তুতি নেয়া হচ্ছে।সিটি করপোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান জানান, নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্যই নির্ধারিত স্থানে পশু জবেহর প্রস্তুতি নেয়া হচ্ছে। সড়কে সড়কে যেন পশু কোরবানি না হয় সে জন্য এবার স্পট বাড়ানো হয়েছে। তাই নির্ধারিত স্থানে পশু কোরবানি দেয়ার জন্য নগরবাসীর কাছে আহবান জানান তিনি।উল্লেখ্য, ২০১৫ সালে সিটি করপোরেশন এলাকায় পশু জবেহর স্পট ছিলো ৬১টি। পরের বছর ২০১৬ সালে এটি করা হয়েছে ১৪০টি স্থানে। আর চলতি বছর এটি বেড়ে দাড়িয়েছে ১৭৪টি।

 

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!