চাঁদপুরের ভিক্ষুকমুক্তকরণ ফান্ডে ৭০ লক্ষাধিক টাকা জমা পড়েছে

জেলাকে ভিক্ষুকমুক্তকরণে জেলার সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ১ দিনের বেতন চাঁদপুর জেলা প্রশাসকের ফান্ডে জমা পড়েছে ৭০লাখ ৩৫হাজার ৯শত ৯টাকা। এই ফান্ডে টাকা জমা অব্যাহত রয়েছে । ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থান নামে জনতা ব্যাংক চাঁদপুর শাখায় হিসাব নং ০১০০০৯৪৯৬৪১০০ এ টাকা জমা দেওয়া হচ্ছে। গতকাল রোববার চাঁদপুর জেলা প্রশাসক ফান্ডের জমার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই।
চাঁদপুর জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে চাঁদপুর সুধীমহল, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্তকরণে জেলা প্রশাসক কার্যালয় ৪৭৫৬ জন ভিক্ষুকের ছবিসহ তালিকা তৈরি করা হয়েছে। তাদের কর্মসংস্থান ও জীবন মান উন্নয়নে ফান্ডের টাকা ব্যয় করা হবে।জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই জানান, কর্মসূচী বাস্তবায়ন শেষে জেলার যেসব স্থানে ভিক্ষুকরা ভিক্ষা করতো সেখানে তাদের নাম সাইবোর্ডে দেয়া হবে এবং সাইন বোর্ডের মাধ্যমে ভিক্ষা দেয়া-নেয়া নিষেধ করে দেয়া হবে। এ ব্যাপারে সকল মহলের সহযোগিতা কামনা করছেন তিনি।

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!