জয়পুরহাটে দুর্গাপূজা উদযাপনে ১৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ

জেলায় এবার ২৬৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সরকারিভাবে ১৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। দুগোৎসবকে সামনে রেখে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেনাকাটার ধূমসহ সাজ সাজ রব পড়েছে।
সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্র্গোৎসব উদযাপনে শেষ পর্যায়ের কার্যক্রম চলছে এখন। দুর্গা মন্ডপগুলোকে সাজানো হয়েছে মনোরম সাজে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা প্রতিমা তৈরি মনিটরিং ও পাহারার ব্যবস্থা করছেন।
জেলার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ২৬৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৯৪টি, কালাই উপজেলায় ২৯টি, ক্ষেতলাল উপজেলায় ৪২টি, আক্কেলপুর উপজেলায় ৪০টি ও পাঁচবিবি উপজেলায় ৬০টি। দুর্গা প্রতিমায় এখন রং করার কাজ চলছে বলে জানান মাদারগঞ্জ দুর্গা মন্দিরের কারিগর রনজিৎ মালাকার।
২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান কমিটির সম্পাদক বিবেকানন্দ চৌধুরী। প্রতিটি দুর্গা মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
পুলিশ, আনসার, সাদা পুলিশের পাশাপাশি সাধারণ পুলিশ ও র‌্যাবের টহল দল থাকবে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত থাকবে সার্বক্ষণিক। দুর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টিমও কাজ করবে বলে জানান পুলিশ সুপার রশীদুল হাসান।

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!