ইউপি নির্বাচন স্থগিত : সাঘাটায় মানববন্ধন ও সড়ক অবরোধ

সাঘাটা(গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিবাচন কে কেন্দ্র করে সীমানা জটিলতা কারণে ১৬ বছর পর তফশীল কৃত ২৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের না হওয়ায় নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী ।

ডাকবাংলা বাজার - জুমারবাড়ী সড়কে বুধবার ঘন্টাব্যাপি এলাকার শত-শত নারী পুরুষ মানববন্ধন ও সড়ক আবরোধ কর্মসূচিতে অংশ নেয়। নির্বচনের দাবিতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, হবিবর রহমান, মোস্তাফিজুর রহমান, বজলু রশিদ মিঠু, রেজাউল করিম বকুল, ঘুড়িদহ আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ শেখ প্রমূখ।

জানাগেছে,চলতি বছর ২৩ মে ভোটগ্রহণের সকল প্রস্ততি প্রশাসন নিলেও এক ব্যক্তির দায়ের করা সীমানা নির্ধারন মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ভোটগ্রহণের আগের দিন ২২ মে নির্বাচন স্থগিত ঘোষনা করে। দ্বিতীয় দফায় ২৪ সেপ্টেম্বর পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারন করা হলেও ঠিক একইভাবে ২৪ সেপ্টেম্বর ভোটগ্রহণও স্থগিত করে নির্বাচন কমিশন। এতে করে ভোটারদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

###

 

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!