প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই জাতিসংঘ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে তৎপর হয়েছে : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে নিতে তৎপর হয়েছে।শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় অংশ নিতে রাজধানীর সামরিক জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন। এ সময়ে কেন্দ্রীয় ১৪ দল ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরিয়ে নিতে তৎপর হয়েছে। মিয়ানমার চাপে পড়েছে, সে কারণেই তাদের (মায়ানমারের) মন্ত্রী ঢাকায় এসে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলতে বাধ্য  হয়েছেন। তিনিবলেন,প্রধানমন্ত্রী মায়ের মমতা, বোনের ভালবাসা নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে প্রশংসিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি ৫ দফা প্রস্তাব দেওয়ায় আজ বিশ্ব নেতৃত্বও এগিয়ে এসেছে। শান্তি ও উন্নয়নের জন্য তিনি আজ ‘মাদার অব হিউম্যানিটি’ অর্থ্যাৎ ‘মানবতার মা’ খ্যাতি অর্জন করেছেন।আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন। তিনি শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব নেতৃত্বের কাছে প্রশংসিত হয়েছেন, আমরা আশা করি এর প্রতিদানে জনগন আগামীতে ভোট দিয়ে তাঁকে আবার ক্ষমতায় আনতে। 

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!