নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার : ইসমাত আরা সাদেক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন ও রাজনীতিসহ সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার।তিনি বলেন, নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী শনিবার রাজধানীর গুলশান ক্লাবে ‘ইনার হুইল ডিসট্রিক্ট-৩৪৫’ আয়োজিত এক র‌্যালি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইনার হুইল ডিসট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান শারমিন হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন নাহিদ নেওয়াজ।
ইসমাত আরা সাদেক বলেন, নারী নেতৃত্ব পারে সমাজ হতে নারীদের বিরুদ্ধে সকল সহিংসতা ও অন্যায় বন্ধ করতে।তিনি বলেন, অতীতে যখন নারীদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, তখনও মহীয়সি নারীরা নিজে পড়াশোনা করে নারীশিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন। ব্রিটিশ-বিরোধী অনেক আন্দোলনের নেতৃত্বভাগে ছিলেন নারীরা।প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো মারাত্মক সামাজিক সমস্যা প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠনগুলোর আরও বেশি ভূমিকা রাখতে হবে।

Contact

Location:

67/A Pioneer Road, Kakrail Dhaka.

Call:

01711945949

Loading
Your message has been sent. Thank you!